|
---|
সেখ সামসুদ্দিন, ২১ নভেম্বরঃ মেমারি পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক কন্যাদায় গ্রস্থ অসহায় পরিবারের পাশে থেকে সহযোগিতার হাত বাড়ালো মেমারির পারিজাতনগর গুরুচাঁদ পল্লীর হরি গুরুচাঁদ মতুয়া সেবা সংঘ। সোমবার সংস্থার পক্ষ থেকে কন্যাদায় গ্রস্থ পিতার হাতে আর্থিক সহায়তা তুলে দেন হরি গুরুচাঁদ মতুয়া সেবা সংঘের কোষাধ্যক্ষ মনিমোহন মন্ডল। পেশায় কাঠমিস্ত্রি মেমারি পৌরসভার ১৩ নং ওয়ার্ডের বাসিন্দা উত্তম শর্মা। সম্প্রতি তার বিবাহযোগ্য কন্যার বিয়ের দিনক্ষণ স্থির হয়। তিনি মেমারির বহু মানুষের দরজায় ঘুরছেন সাহায্যের জন্য। তিনি পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর তথা হরি গুরুচাঁদ মতুয়া সেবা সংঘের সদস্য ডঃ কৃষ্ণপদ বিশ্বাসের দারস্থ হন। ডঃ কৃষ্ণপদ বিশ্বাস বিষয়টি সংস্থার সদস্যদের সাথে আলোচনা সাপেক্ষে সোমবার মেমারির পারিজানগর সংলগ্ন গুরুচাঁদপল্লীতে কন্যাদায় গ্রস্থ পিতা উত্তম শর্মার হাতে আর্থিক সহায়তা তুলে দেন। ইতিপূর্বে এই সংস্থার পক্ষ থেকে স্থানীয় দুঃস্থ ও অসহায় পরিবারের ছেলেমেয়েদের বিনা পয়সায় শিক্ষা দানের ব্যবস্থা ও পঠন-পাঠনের যাবতীয় সামগ্রী প্রদান করা হয়। সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে তারা ইতিপূর্বে অসহায় মানুষের চিকিৎসার জন্য একাধিক আর্থিক সহায়তা প্রদান করেছেন। ডঃ বিশ্বাস জানান হরিগুরুচাঁদ মতুয়া সেবা সংঘ মানবসেবায় সবসময়ের জন্য আছে ও থাকবে।