কন্যাশ্রী ছাত্রীদের নিয়ে ডেঙ্গু সচেতনতা শিবির রাজনগরে

 খান আরশাদ, বীরভূম :-রাজনগর ব্লক উন্নয়ন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ এবং শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে এই ডেঙ্গু সচেতনতা শিবির চলছে। রাজনগরের ডাকবাংলোর নজরুল মঞ্চে আয়োজিত হল ডেঙ্গু সচেতনতা শিবির। কন্যাশ্রী প্রাপক ছাত্রীদের নিয়ে এই শিবিরের আয়োজন করা হয়। এই উপলক্ষে বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে একটি র‍্যালি করা হয়। হাতে প্ল্যাকার্ড নিয়ে এই র‍্যালি রাজনগর বাজার পরিক্রমা করে। এরপর নজরুল মঞ্চে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডেঙ্গু প্রতিরোধ ও প্রতিকার এবং স্বাস্থ্য সমন্ধে বিভিন্ন মূল্যবান বক্তব্য রাখেন উপস্থিত বক্তারা। অনুষ্ঠানে নাচ, গান, পরিবেশন করে আগত কন্যাশ্রীরা। 

    উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ হিমাদ্রী আড়ি, রাজনগর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ কুমারিশ ঘোষ, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত-কর্মাধক্ষ্য সুকুমার সাধু, স্বাস্থ্য কর্মাধক্ষ্য নুরেতাজ খাতুন, সহকারি সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভাশীষ মুখার্জি, প্রমুখ। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ হিমাদ্রি আড়ি জানান সাধারণত দেখা যায় এডিস মশা অর্থাৎ যে মশার কামড়ে ডেঙ্গু হয় সেই মশা দিনের বেলায় কামড়ায়। কিন্তু এখন দেখা যাচ্ছে রাতের বেলাতেও এই মশার আক্রমণ হচ্ছে। তাই আমাদের এব্যাপারে সচেতন হতে হবে। হিমাদ্রি বাবু জানান জেলায় এখনো পর্যন্ত ১৭২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং এরা সবাই চিকিৎসার মাধ্যমে বর্তমানে সুস্থ রয়েছে। ডেঙ্গু নিয়ে অহেতুক আতঙ্ক যাতে না ছড়ায় সে সম্বন্ধেও তিনি সচেতন করেন। এদিন স্ক্রাব-টাইফাস সম্বন্ধেও জনসাধারণকে সচেতন করেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু ডেঙ্গু সচেনতার পাশাপাশি কন্যাশ্রী মেয়েদের বাল্যবিবাহ সম্পর্কে সচেতন করে বলেন ১৮ বছরের আগে তোমরা কেউ বিয়ে করবে না বরং পড়াশোনা চালিয়ে যাবে এবং এ ব্যাপারে তোমাদের সহপাঠীদের কারো যদি ১৮ বছরের আগেই বিয়ে দেওয়ার চেষ্টা করেন অভিভাবকরা সেক্ষেত্রে তোমরা প্রশাসনের সাহায্য নেবে। প্রশাসন সবসময় সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছে।