ক্যারাটে চ্যাম্পিয়ন শিপে আবারও জয়জয়কার দক্ষিণ চব্বিশ পরগনায়

 

     

     

    হাসান লস্কর, ডায়মন্ড হারবার :

    বাংলায় সাত জোড়া সোনা । ১২তম দক্ষিণ চব্বিশ পরগনার ক্যারাটে ডো চ্যাম্পিয়ানশিপে বাছাই করা ৩৭২ জন ছাত্র ছাত্রীদেরকে নিয়ে অনুষ্ঠিত হলো ডায়মন্ডহারবারের ভারত সেবাশ্রম আশ্রমে- অল ডিস্ট্রিক্ট ক্যারাটে চ্যাম্পিয়ানশিপ। দেবব্রত ক্যারাটে একাডেমির ৩১জন ছাত্র ছাত্রীদের মধ্যে সর্ব মোট ৫১টি পদক জয় লাভ করে। এর মধ্যে ২০টি সোনা, ১৬টি রুপো ও ১৫টি ব্রোজ্ঞ পদক পায়। এর মধ্যে ৭জোড়া সোনা ৬ থেকে ১৫ বছর বয়সের ছাত্র ছাত্রীরা অর্জন করে। কৃতি ছাত্র ছাত্রীদের মধ্যে অন্যতম ভূমি সাহা, সাকিল সরদার, নৌসিন মোল্লা,আরশিয়া গাজী,রশনী মন্ডল,প্রত্যাশা কয়াল,সৃজনী সরদার। এছাড়াও সোনা জয়লাভ করেছে রায়ান লামা, তৃষা ব্যানার্জী,প্রিয়োশমিতা মন্ডল,অনুরাগ সাহা,তমগ্ন সাহা,রাজবীর কর্মকার। পরিচালনা করেন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শিহাণ মহেন্দ্র সিং,ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি শিহাণ অনিল চন্দ্র পাল ও ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট শিহাণ দেবব্রত হালদার, যিনি ডিকেএএসকে ইন্ডিয়ার চিফ টেকনিক্যাল ডাইরেক্টর। এছাড়াও কাই স্বীকৃত ৫০ জন জাজ ও রেফারি, শিহান দেবব্রত হালদার টুর্নামেন্টের বিচারক হিসেবে নিযুক্ত ছিলেন। শিহান দেবব্রত হালদারের কথায় জেলায় ২০২৪ এ খুব বড়ো সাফল্য অর্জন করেছে খুব ভালো মানের খেলোয়ার উঠে আসছে আমাদের জেলায় ছেলেমেয়েদের। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ স্কুল গেমসের মইদুল ইসলাম, অরিন্দম দাস রেভিনিউ ইনস্পেক্টর বি.এল.আর.ও. ডায়মন্ড হারবার, এস.জি.এফ. আই. দক্ষিণ চব্বিশ পরগনার জেনারেল সেক্রেটারী শুভেন্দু ঘোষ,এ.বি.এস.কে ট্রেজারার ভজূহেলা, নীলৎপল দত্ত, সেনসাই রাহিদা মোল্লা, সেনসাই বাবাই কর্মকার, সেনসাই মমতাজ সরদার, সেনসাই মহুয়া সরদার সহ অল আর.সি মেম্বার ও সকল অভিভাবক অভিভাবিকাদের উপস্থিতিতে এই অনুষ্ঠান সাফল্য অর্জন করে।।