পশ্চিমবঙ্গ সরকারের ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টসের উদ্যোগে ৬৫ তম হাওড়া জেলা স্কুলে ক‍্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়

নিজস্ব প্রতিবেদক : পশ্চিমবঙ্গ সরকারের ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টসের উদ্যোগে ৬৫ তম হাওড়া জেলা স্কুল ক‍্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২৪ শে আগষ্ট শনিবার হাওড়ার পাঁচলাতে মাউন্ট লিটেরা জি স্কুলে অনুষ্ঠিত হল। ক‍্যারাটে গবেষক তথা শিক্ষিকা মৌসুমী পাল মজুমদারের তত্ত্বাবধানে অনুষ্ঠান হয়। এই প্রতিযোগিতায় অনূর্দ্ধ ১৪ বছর, ১৭ বছর, ১৯ বছরের শতাধিক ছেলে- মেয়েরা অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকা্রী রাজ‍্যস্তরের স্কুল গেমস প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে। প্রায় ৪০ জন ছেলে- মেয়ে এদিন চ্যাম্পিয়ন হয় বলে সূত্রে জানা গেছে।
এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়ার গ্ৰামীন ডেপুটি পুলিশ সুপারিন্টেন্ডেন্ট শান্তি সেন, পাঁচলার মাউন্ট লিটেরা জি স্কুলের অ্যডমিনিস্ট্রেটর সুমন ঘোষ, হাওড়া স্কুল গেমসের সম্পাদক প্রদীপ কোলে, প্রাক্তন ফুটবলার সমর ভট্টাচার্য্য, হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শ্রীধর মন্ডল , শিক্ষক মোহন পাল প্রমুখ।
উপস্থিত সকল প্রতিযোগিদের সামনে ক্যারাটের বিশিষ্ট শিক্ষিকা মৌসুমী পাল মজুমদার বলেন, ” আত্মরক্ষার কৌশলের গুরুত্ব অপরিসীম। ক্রমশ এই বিষয়ের জনপ্রিয়তা বাড়ছে । ক্যারাটে শিখে নিজেকে বিপদ থেকে অনেকটা রক্ষা করা যায় ও আত্মবিশ্বাস অর্জন করা যায়। পাশাপাশি জেলা, রাজ‍্য ও জাতীয় স্তরের ক‍্যারাটে প্রতিযোগিতায় অংশগ্ৰহন করে স্বর্ণপদক ও শংসাপত্র পুরস্কার পাওয়া যায়। ফলে আত্মরক্ষার কৌশল ও পেশা হিসেবে ক‍্যারাটে শেখার প্রযোজনীয়তা অভিভাবক, ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রসারলাভ করছে।