|
---|
দার্জিলিং: সুজয় ঘোষের আগামী ছবি ডিভোশন অফ সাকসেস ছবির শুটিং শুরু করলেন অভিনেত্রী কারিনা কাপুর। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল অভিনয়ের কারণে দার্জিলিং নিয়ে আসতে চলেছেন কারিনা। গতকাল তিনি বাগডোগরা এয়ারপোর্টে নেমে সোজা পাহাড়ে চলে যান। কারিনার সঙ্গে তার ছোট ছেলে রয়েছেন। তবে আজ দার্জিলিং এ শুটিং হয়নি , ছবির শুটিং হয়েছে কালিম্পং এ। কারিনা কাপুর এক সপ্তাহের জন্য পাহাড়ে থাকবেন বলে জানা গিয়েছে।
সুজয় ঘোষের ছবি ডিভিশন অফ সাকসেস মূলত থ্রিলার কেন্দ্রিক ছবি। এই ছবি দর্শকদের পছন্দ হবে এমনটাই আশা করছেন ছবির পরিচালক।