|
---|
নতুন গতি প্রতিবেদক, নদিয়া, ২৫ নভেম্বরঃ আক্রান্ত হলেন করিমপুরের বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার। আজ তাঁকে করিমপুর এলাকার পিপুল খোলায় আক্রমণ করা হয়। রীতিমত চর ঘুসি ও লাথি মেরে রাস্তার পাশে ঝোপের মধ্যে তাঁকে ফেলে দেওয়া হয়। ওই ঘটনায় সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর সেখানে ছুটে আসেন প্রশাসনিক আধিকারিকরা।
জয়প্রকাশ বাবু বলেন, “আমার বেশ কয়েক জায়াগায় আঘাত লেগেছে। এটা বড় কথা নয়। তবে গণতন্ত্রের উপড়ে যেভাবে আঘাত করল মমতার বাহিনী। সেই আঘাত কি আদৌ কোনদিন মিটবে?” তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবশ্য জয় প্রকাশ বাবুকে আক্রমণের ঘটনায় তাঁদের কোন কর্মী সমর্থকের যুক্ত থাকার অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। ওই ঘটনা নিয়ে নির্বাচন কমিশন জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে বলে জানা গিয়েছে।