করিমপুরে উদযাপিত হল ‘সময়ের সাথে’ পত্রিকার সপ্তম বর্ষপূর্তি

নিজস্ব সংবাদদাতা : গত ২৬ আগস্ট সোমবার নদিয়া জেলার করিমপুর গার্লস হাই স্কুলে ভারতীয় ভাষা সাহিত্য ও কলা সংস্কৃতি পরিষদের উদ্যোগে ‘সময়ের সাথে’ পত্রিকার সপ্তম বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপিত হয়ে গেল। শ্রীকৃষ্ণের জন্মতিথি, অর্থাৎ জন্মাষ্টমীর দিনটিকে বেছে নেওয়া হয়েছিল এই মহতী অনুষ্ঠান পালন করার জন্য। নৃত্যগীতি, কথা ও কবিতায় দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আয়োজকদের পক্ষ থেকে। সহযোগিতায় ছিল রোপন, নবকাণ্ডারী, সময়ের সাথে ও তাহাদের কথা পত্রিকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া, বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলার শতাধিক কবি, শিল্পী, সাহিত্যিকরা। এছাড়াও ছিলেন বেতাই বি আর আম্বেদকর কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. মঙ্গলচন্দ্র মল্লিক, করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহরায়, কবি নীলোৎপল দত্ত, রঞ্জন গোলদার, দেবজ্যোতি কর্মকার জয়ব্রত বিশ্বাস প্রমুখ।
এদিন বেশ কয়েকজন গুণী কবি, শিল্পী, সাহিত্যিক এবং সমাজসেবীকে সম্মননা জ্ঞাপন করা হয়। বিশেষ সম্মাননা প্রদান করা হয় ‘খুশি’ পত্রিকার সম্পাদক কার্তিক ভট্টাচার্য, ‘যুগধারা’ পত্রিকার সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস, সাধন পাত্র, মোহন সিহি প্রমুখকে। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন দেবাংশী মণ্ডল, তরুণ প্রামাণিক।