এবার মুর্শিদাবাদে করোনার থাবা যদিও এখনও পরিষ্কার নই যে তার কিবকারণে মৃত্যু হয়েছে।

এবার মুর্শিদাবাদে করোনার থাবা যদিও এখনও পরিষ্কার নই যে তার কিবকারণে মৃত্যু হয়েছে।

    এস ইসলাম,নতুন গতি, মুর্শিদাবাদ:
    মুর্শিদাবাদের যুবক জানারুল হক। তিনি নবগ্রামের পলাশপুর নারকেলবাড়ির বাসিন্দা ছিলেন। শনিবারই তিনি সৌদি আরব থেকে দেশে ফেরেন। রাতেই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তিনি ভর্তি হন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। করোনা সংক্রমণে আক্রান্ত সন্দেহে তাঁকে রাখা হয় বিশেষ আইসোলেশন ওয়ার্ডে। তাঁর রক্তের নমুনা বেলেঘাটা নাইসেডে পাঠানো হয়েছিল। কিন্তু রবিবার চিকিৎসাধিন অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজেই মৃত্যু হয় জানারুলের। তবে করোনা ভাইরাসের জেরেই তাঁর মৃত্যু হয়েছে কিনা সেটা নমুনা পরীক্ষার পরই জানা যাবে। কিন্তু ওই রিপোর্ট পেতে পেতে সোমবার। যদিও মৃতের আত্মীয়ের দাবি উচ্চ রক্তচাপ ও সুগার ছিল জানারুলের। ফলে মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এই খবর জানাজানি হতেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে