|
---|
নিজস্ব সংবাদদাতা :কার্শিয়াং ডিভিশন ও ঘোষপুকুর বনদপ্তরের উদ্যোগে পরিবেশ দিবস উপলক্ষে সচেতনামূলক শোভাযাত্রা বের করা হয় । পাশাপাশি বাস স্ট্যান্ড সহ অন্যান্য এলাকার নোংরা আবর্জনা পরিষ্কার করার কাজে হাত লাগান কর্মীরা |
তাদের এদিনের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন ঘোষপুকুর গ্রাম পঞ্চায়েত , ট্রাফিক পুলিশ ও ঘোষপুকুর থানার পুলিশ এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সহ বিভিন্ন ওয়েলফেয়ার অর্গানিজেশন এর সদস্যরা |
ঘোষপুকুর বনধিকারিক সোনম ভুটিয়া জানান পরিবেশকে ও নিজেদের জীবন যাত্রাকে বদলানোর জন্য অনেক কিছু প্রয়োজন রয়েছে । সকলকে সচেতন করতে আরও বিভিন্ন বিষয় নিয়ে কাজ করবেন তারা | সকলের কাছে আবেদন রাখেন তিনি , বাজারে গেলে প্লাস্টিক ব্যবহার করা চলবে না , পরিবেশের মধ্যে বিভিন্ন সময়ে নোংরা জল বাইরে ফেলা চলবে না । অযথা বিদ্যুৎ জ্বালিয়ে রাখা যাবে না । বিভিন্ন জায়গায় এ ধরনের সচেতনামূলক কর্মসূচী নেওয়া হবে আগামীতে |