|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : হিন্দু সম্প্রদায়ের কাছে কার্তিক মাস পুণ্য অর্জনের মাস। এই মাসে ধর্মীয় শাস্ত্র মহাভারত পাঠ অশংক্ষ বাড়িতে দেখা মেলে রাতের শেষে মায়েরা তুলসি গাছ মাথায় নিয়ে ঢোল,করতাল,কাঁশির আওয়াজ এর সাথে হরিনাম সংকীর্তন করতে করতে পদব্রজে এক গ্রাম থেকে অন্য গ্রামের মন্দিরে যান। শাস্ত্রমতে এই মাস দামোদর মাস নামে খ্যাত,মাসের শেষে নাম সংকীর্তন এর মাধ্যম দিয়ে সমাপ্তি তার পর সকলে মিলে এক সাথে নরনারায়ণ সেবা করেন। এমনি চিত্র গ্রামবাংলায় আজও বিদ্যমান। করোনা নামক মারণব্যাধি কারণে নাম সংকীর্তনে আগের তুলনায় মানুষের সংখ্যা কম হলেও দীর্ঘদিন চলে আসে এই প্রথা আজো দেখা মিলছে গ্রাম বাংলার। বিভিন্ন প্রান্তে আয়োজনে খামতি নেই এলাকা বাসীর। কয়েক শতাধিক মানুষ এই সেবায় অংশগ্রহণ করেছেন। কুলতলী কুন্দ খালি দুর্গা মন্দির নদীবাঁধ এলাকার এমনি চিত্র ।