মহঃ জামালউদ্দিন,কলকাতা:পুলওয়ামা হামলায় নিহতদের শ্রদ্ধার জন্য বৈকালে মোমবাতি মিছিল করছে তৃণমূল কংগ্ৰেস।এই মিছিলে
থাকছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্যাজী। এই মিছিল শুরু হবে বৈকাল ৪টায় হাজরা থেকে শুরু করে গান্ধিমূর্তি পযন্ত মিছিল যাবে। শহিদ ৪২ জন সি আর পি এফ কে শ্রোদ্ধার জন্য ।