|
---|
দেবজিৎ মুখার্জি: মঙ্গলবার সকালে কুলগামের এক হাই স্কুলে জঙ্গি হামলায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জম্মু ও কাশ্মীরে। ওই হামলায় নিহত হন কাশ্মীরি পন্ডিত। পেশায় তিনি শিক্ষিকা। তাঁর হত্যার প্রতিবাদে পথ অবরোধ করেন শ্রীনগরের কাশ্মীরি পন্ডিতরা। তাঁদের দাবি অবিলম্বে তাঁদের কাশ্মীর থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হোক। জানা গিয়েছে, একদিনের মধ্যেই কাশ্মীর ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা করছেন তাঁরা এবং অনেকে হেঁটেই কাশ্মীর থেকে জম্মুর দিকে রওনা দিয়েছেন।
মৃত শিক্ষিকা রজনীর বক্তব্য রজনী ভয়তে থাকতেন সারাক্ষন এবং কেন্দ্র সরকারকে কাশ্মীরের মানুষের নিরাপত্তার জন্য পদক্ষেপ নিতে হবে এবং হত্যা বন্ধ করতে হবে।