পায়ে লাগে ছন্দ,প্রানে ফুটবল , ২০১৮ কাতার বিশ্বকাপ

আব্দুল মান্নান,নতুনগতি:: পায়ে লাগে ছন্দ,প্রানে ফুটবল

    ২০১৮ সালে রাশিয়ার পর ফুটবলের আসর বসতে চলেছে কাতারে।২০২২ সালে আবার ফুটবল জ্বরে মাতবে পৃথিবী। বিভিন্ন সময় ফুটবলারদের কিছু কার্যকলাপ মন জয় করে নেয় মানুষ জনের। ২০১৭ সালের ৪ঠা জুন ইন্দোনেশিয়ার জিয়ানয়ার শহরে চলছিল একটি ফুটবল প্রতিযোগিতা দুটি দল বালি উইনাইটেড ও পেসুরু সেরুই এফসি মুখোমুখি হয়েছিল। বালি উইনাইটেডের প্লেয়াররা পেসুরু এফসির বিপক্ষে গোল পেলে আনন্দে আত্মহারা হয়ে উঠে,সেই গোলের পর নাগুরা নানক, অ্যাবেস রনি, মিফতাউল হামদি মাঠের মধ্যেই আল্লাহর কাছে সিজদা দেন, জেসাসকে ডাকেন, ভগবানের কাছে প্রার্থনা করেন। সেই সেলিব্রেশন আজও ফুটবল প্রেমীদের মনে জায়গা জুড়ে আছে। তাদের সারা বিশ্ব জুড়ে ভালোবাসা ও সম্প্রতি বানী ছড়িয়ে পড়ুক। সুন্দময় গড়ে উঠুক এই বসুধা।