কাটিয়াহাট আল-হেরা অ্যাকাডেমির অভিভাবক সভা ও পত্রিকা প্রকাশ অনুষ্ঠান।

সংবাদদাতা : উত্তর ২৪ পরগনা বাদুড়িয়ার অন্তর্গত কাটিয়াহাট আল হেরা অ্যাকাডেমি মিশনে অনুষ্ঠিত হয় অভিভাবক সভা ও পত্রিকা প্রকাশ। উপস্থিত ছিলেন কাটিয়াহাট আল হেরা মিশনের ডাইরেক্টর ও সিরাতের রাজ্য সম্পাদক শিক্ষক আবু সিদ্দিক খান, বোর্ড অফ ট্রাস্টির সদস্যা হাফেজ আবু বকর সরদার,সাবেক প্রধান শিক্ষক মোজাফফর রহমান, মিশনের টিচার ইনচার্জ আইয়ুব আলি, হোস্টেল সুপার রায়হান হোসেন, বোর্ড অফ ম্যানেজমেন্টের সিরাজুল বিশ্বাস, তরিকুল ইসলাম, আশিক হোসেন মন্ডল, ইমরান মুফতি প্রমুখ। এদিন কুরআন তেলওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। মিশনের ডাইরেক্টর আবু সিদ্দিক খান বলেন, সচেতন অভিভাবক অভিভাবিকা হলো প্রতিষ্ঠানের মূল স্তম্ভ। অভিভাবকদের সহযোগিতা থাকলে যে কোন প্রতিষ্ঠান এগিয়ে যেতে বাধ্য। একটা সুন্দর ম্যানেজমেন্ট, ছাত্র ছাত্রী ও অভিভাবক এর সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠান সুন্দর হয়। নাম ও সুখ্যাতি প্রচার-প্রসার বাড়ে। আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার ১৭ ই জানুয়ারি প্রতিষ্ঠা দিবস উদযাপন হবে সাড়ম্বরে। পাশাপাশি মিশন, নার্সারি ও মাদ্রাসার অভিভাবক অভিভাবিকাদের উপস্থিতি এবং এলাকার সভাপতি সম্পন্ন দিন দরদী ইসলাম দরদী সকলকে নিয়ে পবিত্র ইসালে সওয়াব ও দোয়ার মজলিস কায়েম হবে। আগামী ৮ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানের লাইফ টাইম মেম্বার সংগ্রহ করা হবে। তাদের যথাযথ সম্মান কতৃপক্ষ দিতে বাধ্য থাকবে। আগামী শিক্ষা বর্ষে ডে স্কুল ওপেন করার সিদ্ধান্ত গ্রহন করার ঘোষণা দেওয়া হয়।

    মিশনের পত্রিকা প্রকাশ করা হয়। প্রকাশ করেন মিশনের সাবেক প্রধান শিক্ষক মোজাফফর রহমান সহযোগিতা করেন আবু বকর সরদার।