|
---|
সংবাদদাতা :উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া বিধানসভায় কাটিয়াহাট আল হেরা অ্যাকাডেমিতে ঈদ মিলন উৎসব অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্য ও সমাজকর্মী, সাংবাদিক জনাব আব্দুল কাইউম, স্বামি সত্যরুপা নন্দ মহারাজ, মিশনের সম্পাদক হাজি আকবর আলি, চেয়ারম্যান মাসউদুর রহমান, ডাইরেক্টর আবু সিদ্দিক খান, সহ সম্পাদক মাওলানা মোস্তাকিম মন্ডল, ট্রাস্টি বোর্ডের সদস্য আবু বকর সরদার, বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সম্পাদক সাজাহান মন্ডল, শিক্ষক রেজাউল করিম, পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের মুখপাত্র আব্বাসউদ্দিন সরদার, শিক্ষারত্ন প্রাপ্ত অসিম বিশ্বাস, মিশনের প্রধান শিক্ষক মোজাফফার রহমান, সহকারী প্রধান শিক্ষক কুতুবউদ্দিন সরদার, সিরাজুল বিশ্বাস, আয়ুব আলি, মাওলানা সাবির উদ্দিন, ইউনুস আলি, মাওলানা আবুল কালাম প্রমুখ।
জাতি, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের তিন শতাধিক মানুষের উপস্থিতি ছিল। অনুষ্ঠানে জনাব আব্দুল কাইউম সাহেবকে শাল, ব্যাজ, বই, পেন, ফুল, শান্তিনিকেতনের ডাইরী দিয়ে সম্মানিত করা হয়। পাশাপাশি মহারাজ স্বামী সত্যরুপানন্দকে বাংলা কুরআন শরীফ দিয়ে সম্প্রীতির বার্তা দেওয়া হয়।
অনুষ্ঠান হাজি সাহেবের দোয়া ও লাচ্ছা সিমাই তাবারক দিয়ে শেষ হয়।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিশনের ডাইরেক্টর ও সিরাতের রাজ্য সম্পাদক শিক্ষক আবু সিদ্দিক খান।