|
---|
সংবদদাতা : উত্তর ২৪ পরগনা জেলার কাটিয়াহাট আল হেরা অ্যাকাডেমি উঃমাঃ মিশনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে বৃক্ষ রোপণ করা হয়। উপস্থিত ছিলেন মিশনের সম্পাদক হাজি আকবর আলি সরদার, সিরাতের রাজ্য সম্পাদক ও মিশনের ডাইরেক্টর আবু সিদ্দিক খান, মিশনের সহ সম্পাদক মাওলানা মোস্তাকিম মন্ডল, প্রধান শিক্ষক মোজফফার রহমান, সদস্য আবু বকর সরদার সহকারী প্রধান শিক্ষক কুতুবউদ্দিন সরদার, মুফতি আবু তৈয়েব, কো-অর্ডিনেটর সিরাজুল বিশ্বাস, প্রমুখ।