|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান: প্রতিবছরের ন্যায় এবারও চৈত্রমাসের শেষ মঙ্গলবার রাত্রিতে কাটোয়ার দেয়াসীন গ্রামে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রক্ষাকালী পুজো অনুষ্ঠিত হচ্ছে ।গ্রামের মানুষের মঙ্গলার্থে এই রক্ষাকালী পুজো হয়।প্রতিমায় পুজো হয়।এখানে মায়ের মন্দির এখনও তৈরি হয়নি।।সারাদিন গ্রামের মহিলারা উপবাস করে রাত্রিতে দণ্ডী খাটে সংসারের মঙ্গলের জন্য।রাত্রিতে পুজো শেষ হওয়ার পর প্রতিমা বিসর্জন দেওয়ার রীতি।পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের গাজীপুর গ্রাম পঞ্চায়েতের দেয়াসীন গ্রামের কুমোরপাড়ার প্রগতি সংঘের পুজো কমিটি এই পুজো ৪০ বছর ধরে করে আসছে।