|
---|
আলিফ ইসলাম: মেমারি:২২ জুন: পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার কবিশেখর পত্রিকার কবি সন্মেলন অনুষ্ঠিত হল ২২ জুন শনিবার কাটোয়ার ক্ষিতি ভবনে। সারাদিন ব্যাপী এই মহতী সাহিত্য সভায় ষান্মাসিক কবিশেখর পত্রিকার নবম বর্ষের প্রথম সংখ্যা প্রকাশিত হয় ।একই সঙ্গে সন্মাননা প্রদান ও উপস্থিত কবি বর্গের কবিতা পাঠ অনুষ্ঠিত হয়। কবিশেখর কালিদাস রায়ের প্রতিকৃতি তে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন শ্যামল জানা। উদ্বোধক শ্যামল জানা, গোবিন্দরাম মান্না,পত্রিকার সম্পাদক গুরুপ্রসাদ যশ, পল্লব চট্টোপাধ্যায়, শ্যামাপ্রসাদ চৌধুরী,তপন বৈরাগ্য এবং অনুষ্ঠান সঞ্চালক কবি প্রনবেশ সরকার প্রমুখ ব্যক্তি বর্গের হাত ধরে পত্রিকার মোড়ক উন্মোচন ঘটে। সুচারু এই কবি সন্মেলন মহতী হয়ে ওঠে প্রায় সত্তর জন কবির সুললিত কবিতা পাঠে। কবি অরবিন্দ সরকার(বর্ধমান), কবি সৌমিত বসু(কাকদ্বীপ) এবং কবি গৌতম হাজরা (কলকাতা)এই তিন গুণী কবি ব্যক্তিত্ব কে এই বছর বিশেষ সন্মাননা প্রদান করা হয়। মহতী এই কবি সন্মেলনে রাজ কুমার রায়চৌধুরী, জমর সাহানি, মৈত্রেয়ী ব্যানার্জী, ডঃ চন্দ্রাবলী মুখোপাধ্যায়, হরিৎ বন্দ্যোপাধ্যায়, দীপঙ্কর চক্রবর্তী, তাপস বন্দ্যোপাধ্যায়, নিমাই দেবনাথ, ভগ বাহাদুর সিং, নূর মহম্মদ,সেখ জাহাঙ্গীর, সুফি রফিক উল ইসলাম, মলয় হালদার, মৃণাল মোদক, রমা দেবনাথ,টুলটুল গাঙ্গুলী, শ্রাবণী সোম যশ, অলক দত্ত, প্রবীর দেবনাথ, বিকাশ দাস, জহর প্রধান, তপন দাস, বিমান রায়, সৌম্য প্রসাদ যশ প্রমুখ আরো অনেকে উপরিউক্ত ব্যক্তিবর্গের সঙ্গে এই মহতী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।