|
---|
রাহুল রায়,নতুন গতি,পূর্ব বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২নং ব্লকের নওয়াপাড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আজ এনএইচএমের কর্মীরা বেশ কয়েক দফা দাবি নিয়ে প্রায় দু’ঘণ্টা কর্মবিরতি করলেন। এই কর্মবিরতি শুরু হয় বারোটা থেকে শেষ হয় দুটো সময়। এনএইচএমের কর্মীদের বেতন বাড়াতে হবে, স্থায়ীকরণ করতে হবে, নানান দুর্ঘটনাজনিত কারণে কোনো কর্মী মারা গেলে তাদের আর্থিক সাহায্য দিতে হবে এই দাবিতে কর্মবিরতি করেন কর্মীরা। আগামীতে তাদের দাবি না মানলে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান সংস্থার কর্মীরা।