|
---|
কবি দীপক দত্ত স্মরণে “মুখর” সাহিত্য পত্রিকা আন্তর্জাতিক কলকাতা বইমেলা মঞ্চে
নতুন গতি,ওয়েব ডেস্ক:
2020 সালের আন্তর্জাতিক কলকাতা বইমেলায় সাহিত্য সংস্কৃতি মঞ্চে প্রহর ডেক্স এর ব্যবস্থাপনায় দীপক কুমার দত্তের স্মরণে “মুখর” পত্রিকাটি আলোচনায় স্থান পেয়েছে।উক্ত মঞ্চে কবি দীপক দত্তের সম্পাদিত নানাবিধ সাহিত্য পত্রিকা, রচিত পাঠ্যবই,উপন্যাস, সংবাদ পত্রে প্রকাশিত প্রবন্ধ, প্রকাশিত ও অপ্রকাশিত কবিতা; শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের উপর নানাবিধ লিখন আলোচনায় উঠে এসেছে।এই “মুখর” পত্রিকাটির সম্পাদক নিলেশ গায়েন, সহ-সম্পাদক সৌমজিৎ দে ও মুখ্য উপদেষ্টা দেবাশীস আচার্য ও শরদিন্দু চক্রবর্তী।
এই পত্রিকাটি সাফল্যের সঙ্গে কলকাতা বইমেলাতে সমীহ আদায় করতে পেরেছে।