পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কবি প্রণাম

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কবিগুরুর প্রয়াণ দিবস “বাইশে শ্রাবণ” উপলক্ষ্যে কবি প্রণাম অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মেদিনীপুরের ঐতিহ্যবাহী সভাগৃহ বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে। কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান প্রদীপ প্রজ্জ্বলনে মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

    অনুষ্ঠান সবাইকে স্বাগত জানান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক বরুণ মন্ডল। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক খুরশীদ আলি কাদেরী, অতিরিক্ত জেলা শাসক(সাধারণ) লক্ষণ পেরুমল আর, মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান, বর্ষীয়ান সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা, সঙ্গীত শিল্পী আলোক বরণ মাইতি,কবি নির্মাল্য মুখোপাধ্যায়,ছড়াকার বিদ্যুৎ পাল প্রমুখ।

    অতিথি শিল্পীরা আবৃত্তি,নৃত্য,সঙ্গীত, লোকনৃত্য সহকারে সহযোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত করেন।বিশেষ আকর্ষণ ছিল লোকশিল্পীদের দ্বারা পরিবেশিত “রায়বেঁশে” নৃত্য।