|
---|
সুফি রফিক উল ইসলাম : বিশ্ববরেণ্য কবি ও সঙ্গীতজ্ঞ কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মজয়ন্তী উদযাপন ও ৪৪ তম নজরুল মেলার শেষ দিন ২৯ মে এবং ১৫ জ্যৈষ্ঠ কবিতীর্থ চুরুলিয়ার প্রমীলা মঞ্চে কবি নজরুল ইসলামের পৌত্র প্রসিদ্ধ গীটার বাদক কাজী অরিন্দম নজরুল পরিবারের সম্পর্কিত বধূ সদ্য প্রয়াত হামিদা কাজীর রচিত নজরুল বিষয়ক গবেষণা গ্ৰন্থ —” চির উন্নত শির” পুস্তক টি উদ্বোধন করেন। প্রকাশক কলকাতার দেশ প্রকাশনীর প্রেরিত অনলাইন লিংক এর মাধ্যমে জ্ঞাত হয়ে পুস্তক টির প্রশংসা করে এবং আগামী দিনে গবেষণার ক্ষেত্রে একটি অন্য ধারার পুস্তক হয়ে উঠবে এই আশা করে উদ্বোধক কাজী অরিন্দম উপস্থিত সকল ব্যক্তিবর্গ কে হামিদা কাজীর এই চির উন্নত শির পুস্তক টি পড়বার জন্য আহ্বান জানান।