|
---|
আয়ুব আলি : ‘আমারে দেব না ভূলিতে / আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেবনা ভুলিতে’, না আজও ভুলিনি তাঁকে। তিনি কাজী নজরুল ইসলাম। তাঁর প্রাসঙ্গিকতা ও জীবনী নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্মরন করলেন বিভিন্ন কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, শিক্ষাকর্মী ও ছাত্রীরা। ১০ই সেপ্টেম্বর শনিবার সকাল ৯টায় নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ ফর উইমেন-এর বাংলা বিভাগ ও নজরুল চর্চা কেন্দ্র, বারাসাত-এর যৌথ উদ্যোগে কমলাকান্ত সভাকক্ষে আয়োজিত হলো নজরুল ইসলামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদানের পর কলেজের ছাত্রীদের উদ্বোধনী সঙ্গীতের পর ভাবগাম্ভীর্যপূর্ণ
অনুষ্ঠানে আর.বি.সি কলেজ ফর উইমেন-এর অধ্যক্ষা ড: লনা মুখোপাধ্যায় নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। কবির জীবনী নিয়ে পর্যালোচনা করেন ড: অপুর্ব কুমার বিশ্বাস, অধ্যক্ষ ড: আম্বেদকর পি.টি.আই, ড: গার্গী মুখোপাধ্যায় বিভাগীয় প্রধান বাংলা বিভাগ, আর.বি.সি কলেজ ফর উইমেন, ড: রতন কুমার নন্দী, সম্পাদক, বঙ্গীয় সাহিত্য পরিষদ, নৈহাটি শাখা ও ড: শেখ কামাল উদ্দীন, সভাপতি নজরুল চর্চা কেন্দ্র তথা অধ্যক্ষ, হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়। আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশন করেন শ্রুতিরূপ, স্বপন ভট্টাচার্য, সুকন্যা বসুরায়, সোমলীনা রায়, মৌমিতা হালদার, সোমাশ্রী মান্না, সৃজনী চক্রবর্তী, শ্রীপর্ণা ভট্টাচার্য, হৈমন্তী দাস, মুনিয়া চক্রবর্তী, দেবযানী চট্টোপাধ্যায়। পরিশেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন শাহজাহান মণ্ডল, সম্পাদক নজরুল চর্চা কেন্দ্র। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ড: সৈকত মণ্ডল, সহযোগী অধ্যাপক, ডিরোজিও মেমোরিয়াল কলেজ।