কাজী নজরুল ইসলামকে নিয়ে আন্তর্জাতিক সেমিনার

আয়ুব আলি, নতুন গতি, উত্তর ২৪ পরগনা,নজরুল ইসলাম আজও সমস্ত অর্থেই সর্বকালীন। সঙ্কীর্ণ জাতিগত বিভেদ নীতির বিরুদ্ধে আমাদের জাতীয় জীবনে সঙ্কটের মুহূর্তে আজও তিনি লড়াকু মানুষের কাছে হাতিয়ার স্বরূপ। তাঁর সাম্প্রদায়িকতা বিরোধী সেইসব ধিক্কার ধ্বনি আজও নিঃসন্দেহে সমান প্রাসঙ্গিক। সম্প্রতি ‘কাজী নজরুল ইসলামঃ সমকাল ও বর্তমান বিশ্বের সমাজ, সাহিত্য ও রাজনীতি’ নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল উত্তর ২৪ পরগনার আমডাঙা আদর্শ টিচার্স ট্রেনিং কলেজে। এদিন সেমিনারের শুরুতে কলেজের প্রবেশদ্বারে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি আবক্ষ মূর্তি ও কলেজের দেওয়াল পত্রিকা ‘কথামালা’-র নজরুল সংখ্যার উন্মোচন করা হয়। সেমিনারে প্রারম্ভিক বক্তব্য রাখেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মুনমুন গঙ্গোপাধ্যায়। উল্লেখ্য নজরুল চর্চা কেন্দ্রের উদ্যোগে এদিন আমডাঙা আদর্শ টিচার্স ট্রেনিং কলেজ, আমডাঙা যুগল কিশোর মহাবিদ্যালয়, শ্রীচৈতন্য মহাবিদ্যালয়, বাণীপুর মহিলা মহাবিদ্যালয় ও হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়লের যৌথ উদ্যোগে এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সাইফুল্লা। তিনি বলেন, ‘কাজী নজরুল ইসলামের রচনাবলী আজও সমান প্রাসঙ্গিক। তাঁর রচনাবলী পাঠ করলে বোঝা যায় তিনি তাঁর কালের চেয়েও অনেক এগিয়ে ভাবতে পারতেন।’ আলোচনা সভায় সুদুর মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া থেকে অন-লাইনে যুক্ত হয়ে ড. অতীশ চক্রবর্তী জানান, ‘কাজী নজরুল ইসলাম বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক।’ বাংলাদেশের যশোরের সরকারি কে.সি.কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. বি.এম. রেজাউল করিম অন-লাইনে কাজী নজরুল ইসলামের সমকালে রাজনীতি বিষয়ে খিলাফত আন্দোলনে হিন্দু মুসলমান ঐক্যের কথা বলেন। সভার সভাপতি বারাসাত কলেজের প্রাক্তন অধ্যাপক অমলেন্দু দেবনাথ কাজী নজরুল ইসলামের রচনায় শোষক-অত্যাচারীর বিরুদ্ধে অত্যাচারীতের বাণী কীভাবে ফুটে উঠেছে সেই প্রসঙ্গ বর্ণনা করেন। আলোচনা সভার দ্বিতীয়ার্ধে কাজী নজরুল ইসলামের জীবন ও সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন করেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের দূর-শিক্ষা সঙ্গীত বিভাগের অধ্যাপিকা ড. সুজাতা দে, হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যাপিকা ড. মহাব্বতুন্নেসা খাতুন, আমডাঙা যুগল কিশোর মহাবিদ্যালয়ের অধ্যাপিকা রচনা রায়, শ্রীচৈতন্য মহাবিদ্যালয়ের অধ্যাপক ড. প্রসেনজিৎ মহাপাত্র, বাণীপুর মহিলা মহাবিদ্যালয়ের অধ্যাপিকা ড. চন্দ্রাণী মুখার্জি। অংশগ্রহণকারীদের স্বাগত জানান আমডাঙা আদর্শ টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ ড. সুমন কুমার ঘোষ। নজরুল চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি তথা হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়লের অধ্যক্ষ ড. শেখ কামাল উদ্দীন জানান, এদিনের আলোচনা সভায় প্রায় একশো পঁয়তাল্লিশ জন ছাত্র, শিক্ষক, গবেষক অংশগ্রহণ করেন। এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন শ্রীচৈতন্য মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. সুব্রত চ্যাটার্জী, আমডাঙ্গা যুগল কিশোর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. অনাদি মোহন রায়, হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. শামীম ভড় প্রমুখ। তাঁরা নজরুল চর্চা কেন্দ্রের বছর ব্যাপী নজরুল বিষয়ক বিভিন্ন কাজের ভুয়সী প্রশংসা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন আমডাঙ্গা আদর্শ টিচার্স ট্রেনিং কলেজের ডি.ইল.এড বিভাগের প্রধান বজলুর রহমান, রজ্জাক মণ্ডল, শম্পা মণ্ডল, উত্তম কুমার ব্যানার্জী, শ্রীতমা ব্যানার্জী, নজরুল চর্চা কেন্দ্রের প্রচার সচিব সাংবাদিক ও প্রাবন্ধিক আয়ুব আলি, আমডাঙ্গা আদর্শ টিচার্স ট্রেনিং কলেজের প্রাক্তনী সংসদের সম্পাদক, শিক্ষক শাহজাহান মন্ডল প্রমুখ।