কাজী নজরুল ইসলামের মৃত্যু দিবস পালন

মতিয়ার রহমান : অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে মুরারই সমাজ কল্যাণ সোসাইটি মুরারই কেয়ার নার্সিং হোমের সভাকক্ষে কবি সাম্যবাদী কাজী নজরুল ইসলামের মৃত্যু দিবস পালন করে। অনুষ্ঠানের শুরুতে কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সোসাইটির সম্পাদক সেমিম আলম, সভাপতি আশরাফ আলী, নজরুল উৎসব কমিটির সভাপতি দোস্ত মহম্মদ, যুগ্ম সম্পাদক মহম্মদ নাসিরউদ্দিন ও তুহিনা খাতুন, শ্রীমতী বকুল রায়,অরুনাভ চক্রবর্তী, মদিনা বেগম প্রমুখ।

    উল্লেখ্য যে, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করেছে মুরারই সমাজ কল্যাণ সোসাইটি। আগামী ২১ শে সেপ্টেম্বর ২০২৪ শনিবার সারাদিন ব্যাপী নজরুলের কথা কবিতা গান ও নাচের মধ্য দিয়ে কবির প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হবে বলে জানিয়েছেন সোসাইটির সম্পাদক সেমিম আলম। ওইদিন নজরুল সংগীত সন্ধ্যায় নজরুল সংগীত পরিবেশন করবেন কবির স্বজন বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী নূপুর কাজী, কবি তীর্থ চুরুলিয়ার দীপু কাজী ও সন্দীপন বন্দোপাধ্যায়। নজরুল বিষয়ক আলোচনা সভায় বক্তব্য রাখবেন কৃষ্ণনগর সুজন বাসরের সম্পাদক মহম্মদ ইনাস উদ্দিন, ঝিঙে ফুল পত্রিকার সম্পাদক সাহাবুল ইসলাম ও ময়ূরাক্ষী নন্দিনী বীরভূম শাখার সাধারণ সম্পাদক মতিয়ার রহমান প্রমুখ।
    নজরুল ইসলামের মৃত্যু দিবস পালনে কবির বর্ণময় জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন নজরুল উৎসব কমিটির সভাপতি প্রাক্তন বাংলাভাষা শিক্ষক ও মুরারই ১ নং পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দোস্ত মহম্মদ , সোসাইটির সভাপতি বিশিষ্ট শিক্ষাব্রতী ও সমাজসেবী আশরাফ আলী, মহম্মদ নাসির উদ্দিন প্রমুখ। সভায় নজরুল সঙ্গীত পরিবেশন করেন শ্রীমতী বকুল রায়।