কাজী নজরুল ইসলাম সংস্কৃতিক মঞ্চ দরবার এর উদ্যোগে নজরুল জন্মদিন পালন করা হল।

নিজস্ব সংবাদদাতা : কাজী নজরুল ইসলাম সংস্কৃতিক মঞ্চ (দরবার)-এর উদ্যোগে বর্ধমান উদয়চাঁদ লাইব্রেরির আলোচনা কক্ষে নজরুলের ১২৪ তম জন্মদিন পালন করা হল। মঞ্চের সভাপতি নজরুল গবেষক ও অধ্যাপক ডক্টর কমলচন্দ্র মন্ডল মহাশয় আক্ষেপ করে বললেন তাদের এত প্রচেষ্টা সত্ত্বেও বর্ধমানে এখনো পর্যন্ত একটি নজরুল নামাঙ্কিত মঞ্চ এবং গবেষণাগার প্রতিষ্ঠা হলো না। বর্ধমান বিশ্ববিদ্যালয় এবং আসানসোলে নজরুল নামাঙ্কিত বিশ্ববিদ্যালয় গুলির নজরুল চর্চা অপেক্ষাকৃত কম। তবুও তাঁরা এই প্রচেষ্টা চালিয়ে যাবেন। এই সংস্থার শুভাকাঙ্ক্ষী ড. রমজান আলি তাঁর বক্তব্যে উল্লেখ করেন , যে চৈতন্যদেব প্রেমের ধর্মে নবদ্বীপকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন সেই নবদ্বীপের কতিপয়  মানুষের নজরুল অবমাননা বিস্ময়ের। আসুন আমরা মুখোশ ত্যাগ করে আত্মশুদ্ধ হই। না হলে আগামী দিনে নজরুল চর্চা কক্ষবদ্ধ হয়ে যাবে। নজরুলের অতি পরিচিত কবিতা পাঠ, ইসলামী গান, শ্যামা সংগীতে অনুষ্ঠানটি অন্য মাত্রা পায়। আবু মনিরুদ্দীন চৌধুরী তাঁর স্বতঃস্ফূর্ত উচ্চারণে নজরুলকে স্মরণ করেন এবং খঞ্জনি বাজিয়ে সঙ্গীত শিল্পীদের সংগত দিন। দরবার পত্রিকা ও এই মঞ্চের সম্পাদক প্রাক্তন প্রধান শিক্ষক মজিদ সাহেব আনন্দ প্রকাশ করে বলেন, আপনাদের উপস্থিতি যেন আগামী বছর আরো বেশি করে পাই, কারণ ‘দরবার’ পত্রিকা আগামী বছর পঁচিশে প্রবেশ করবে। বর্ধমান সাহিত্য পরিষদের পক্ষ থেকে এ ব্যাপারে সাহায্য করা হবে বলে তাদের প্রতিনিধিরা জানান। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক মোশারফ আজম।