মহিলা যাত্রীদের ভাড়া মেট্রো এবং বাস ভাড়া বন্ধ নিয়ে কি বল্লেন নির্রমলা সিতারমন? রাজ্য 5 June 2019 by নতুন গতি নতুন গতি নিউজ ডেস্ক: একটি দিন মজুর শ্রমিক তার মেট্রো ভাড়া প্রদান করবে, যখন কিনা একটি ধনী দিল্লির মেয়েকে মেট্রো ভাড়া ছাড় দেওয়া হবে। এটি কি ধরনের নীতি? অরবিন্দ কেজরিওয়াল কি বোকামো করছেন? নাকি তিনি নির্বাচনে জয়লাভের জন্যকি এমন সিদ্ধান্ত নিলেন?