কেন্দ্রের বিজেপি সরকার রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলিকে বিক্রি প্রতিবাদে শুক্রবার ধর্ণা অবস্থানে বসে বিক্ষোভ দেখান ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্কস ইউনিয়ন-‌এর সদস্যরা

নতুন গতি,মালদা ১৯ ফেব্রুয়ারি:
কেন্দ্রের বিজেপি সরকার রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলিকে বিক্রি করার পরিকল্পনা নিয়েছে। তারই প্রতিবাদে শুক্রবার ধর্ণা অবস্থানে বসে বিক্ষোভ দেখান ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্কস ইউনিয়ন-‌এর সদস্যরা। মালদার ৯টি সংগঠন এক সঙ্গে এদিনে ধর্ণায় শামিল হয়। রাজ হোটেল মোড়ে বিক্ষোভ দেখান তারা। ব্যাঙ্কগুলিকে সচল রেখে বাকি কর্মী, আধিকারিকরা একযোগে আন্দোলনে নামেন। প্রতিবাদে আগামী ১৫ ও ১৬ মার্চ গোটা দেশ জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সংগঠনের পক্ষে বরুণ চক্রবর্তী বলেন, ‘‌রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলি তুলে দিতে চলেছে। গত ২০১৮ সালে ৩ টি ব্যাঙ্ক একসঙ্গে করে দেওয়া হয়েছে। আবার ২০১৯ সালে ১০ টি ব্যাঙ্ক একযোগে করে ৪টি করে দেওয়া হয়েছে। এবার এই অর্থবর্ষে নতুন বাজেটে ব্যাঙ্কগুলি বিক্রি করা দেওয়া হচ্ছে। তা কোনও দিন হতে দেওয়া যায় না।’‌