কেন্দ্রীয় জমিয়তের ওয়ার্কিং কমিটির অধিবেশন কোলকাতায়

আর এ মন্ডল : কেন্দ্রীয় জমিয়তে উলামায়ে হিন্দ এর ওয়ার্কিং কমিটির অন্যতম সিনিয়র সদস্য তথা পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত সুপ্রিমো মওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীর অনুরোধ ও রাজ্য কমিটির আয়োজনে কলকাতার বাঁকড়াস্থিত রাজ্য জমিয়ত ভবনে এক গুরুত্বপূর্ণ অধিবেশন আগামী ১০ ও ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে।রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী একথা জানিয়েছেন। তিনি বলেন যে সম্প্রতি ঘটে যাওয়া ত্রিপুরার দাঙ্গা,দ্বীনি তালিম, রাবেতায়ে মাদারিস এবং দেশের চলমান পরিস্থিতি সহ একগুচ্ছ গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আগামী ১০ ও ১১ ডিসেম্বরের এই অধিবেশনে আলোচনা হবে।৬৬ বছর পর দুইদিন ব্যাপী এই অধিবেশন পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হচ্ছে,সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় জমিয়ত সভাপতি মাওলানা মাহমুদ মাদানী সাহেব। বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত থাকবেন দারুল উলুম দেওবন্দের প্রখ্যাত আলেম আবুল কাসিম নোমানী,নায়েবে মুহতামিম মাওলানা রাশিদ আজমি সাহেব, মওলানা সালমান বিজনৌরি, মওলানা বদরুদ্দীন আজমল,মওলানা নাদিম সিদ্দিকী, মওলানা রহমতুল্লাহ, সিনিয়র অ্যাডভোকেট নিয়াজ আহমেদ ফারুকী, সাঈদ আহমদ সহ কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির ৩৭ জন বর্ষীয়ান বিশিষ্ট সদস্য অংশগ্রহণ করবেন। এ রাজ্যের প্রতিটি জেলা থেকেও ওয়ার্কিং কমিটির সদস্য সহ পনেরোজন করে আমন্ত্রিত ব্যক্তি উপস্থিত থাকবেন।

    উল্লেখ্য স্বাধীনতা পূর্বোত্তর সময়ে কলকাতায় মওলানা হুসাইন আহমদ মাদানী, আবুল কালাম আজাদ ও সুলাইমান নাদভী এই তিন জনের সভাপতিত্বে তিনবার কেন্দ্রীয় জমিয়ত ওয়ার্কিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শেষবার ১৯৫৫ সালে কোলকাতায় কেন্দ্রীয় জমিয়তের বৈঠক অনুষ্ঠিত হয়। ছেষট্টি বছর পর অনুরূপ অধিবেশন। স্বভাবতঃই মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী খুশিতে আপ্লুত-। এই অধিবেশনকে তিনি ঐতিহাসিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ বলে অভিহিত করেছেন।