|
---|
নিজস্ব সংবাদদাতা, বিষ্ণুপুর : ১২জুলাই, রবিবার, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের ধগরিয়া বাসস্ট্যান্ডে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। এদিন হামিরপুর অঞ্চল কমিটির উদ্যোগে বিকেল ৫ টায় ধগরিয়া স্টেশন থেকে মিছিল টি শুরু হয়ে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। মিছিল শেষে একটি সভাও করা হয়। এদিনের সভায় উপস্থিত সকল বক্তাই কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরোধিতা করে তাঁদের বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি সেখ আজফার হোসেন, পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থ প্রতিম সিং, ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সেখ জিয়ারুল ইসলাম, পূর্ত কর্মাধ্যক্ষ সুব্রত দত্ত, ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি সেখ আসগর,আশীষ পাত্র,বনশি বারি, প্রধান সেখ সাদ্দাম সহ বিশিষ্ট জন। এদিনের বিক্ষোভ মিছিল ও সমাবেশে সামিল হন এলাকার প্রায় ৫ শো দলীয় কর্মী সমর্থক।