|
---|
রফিকউদ্দিন মণ্ডল : কেন্না ২নং নিমো গ্রাম পঞ্চায়েত জাতি শংসাপত্র ওবিসি,এসটি, এসসি, দেওয়া শুরু হয়। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে দুয়ারের সরকার প্রকল্পে জাতি শংসাপত্র জমা নিয়ে ছিলেন। এই কাজ দ্রুত সফলতার সাথে অর্জন করে চলেছেন। কেন্না গ্রামের বাড়ি বাড়ি গিয়ে কাস্ট সার্টিফিকেট ওবিসি, এসসি, এসটি, দেওয়া শুরু করলেন মেমারি ১নং ব্লক বিডিও অফিসার সহ উপপ্রধান। প্রথম জাতি শংসাপত্র ওবিসি ফাহিম মণ্ডল এর হাতে তুলে দিলেন মেমারি ১ব্লকের বিডিও সঙ্গে গ্রামের উপপ্রধান। এই কাস্ট সার্টিফিকেট এসসি, এসটি, ওবিসি, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দর ভাবে দ্রুততার সঙ্গে কাজ করে চলেছেন। যাদের জমা হয়েছিলো কাস্ট সাটিফিকেট সকলেই পঞ্চায়েত মাধ্যমে পেতে থাকবেন বলে জানান।