|
---|
নিজস্ব সংবাদদাতা : ১৩ অক্টোবর,বুধবার, পূর্ব বর্ধমানে মেমারি ১ ব্লকের নিমো ২নং পঞ্চায়েতর কেন্না সায়রের পাড়ে পূজো উপলক্ষে বস্ত্র বিতারন হয়। অষ্টমীর দিন এই দুঃস্থ মানুষদের বস্ত্র বিতারন করেন কেন্না তৃণমূল কংগ্রেসে কর্মীবৃন্দ উদ্যোগ। বস্ত্র তুলে দিতে সহযোগিতা করেন কেন্না গ্রামের উপপ্রধান জাহির হোসেন, কালু সিংহ রায়, মহ বদরদ্দোজা, আমজাদ হোসেন, সেখ সাইফুদ্দিন প্রমুখ। তৃণমূল কর্মী বৃন্দরা সকল পূজো কমিটিকে শুভেচ্ছা জানায় এবং কোভিড বিধি নিয়মে মেনে চলার কথা বলেন।