‘গুজরাট মডেল’ থেকে শিক্ষা নিতে চলেছে কেরালা! “আঁতাত তৈরি হয়েছে বাম ও বিজেপির মধ্যে” দাবি কংগ্রেসের

দেবজিৎ মুখার্জি: ‘গুজরাট মডেল’ থেকে কি করে সুবিধা পাচ্ছে সেই রাজ্যের মানুষ, তা জানতে গুজরাটে প্রতিনিধিদল পাঠালেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

    এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বিরোধী শিবির। কেরলের বর্ষীয়ান কংগ্রেস নেতা কে সুধাকরণ জানান “সরকার কি রাজ্যে সেই ‘গুজরাট মডেল’ চালু করতে চাইছে, যে গুজরাট উগ্র হিন্দুত্বের আঁতুড়ঘর, যে গুজরাট সংখ্যালঘুদের রক্ত চুষেছে। সরকারি স্তরে বিজেপি এবং সিপিএমের মধ্যে যে আঁতাঁত তৈরি হয়েছে, সেটাও সরকারের এই সিদ্ধান্তে স্পষ্ট। রাজ্যস্তরে শুধু নয়, জাতীয় স্তরেও সিপিএম এবং বিজেপির মধ্যে আঁতাঁত তৈরি হয়েছে, এটা তারই প্রমাণ।”