কেশিলী এমদাদিয়া হাই স্কুলে গুণীজন ও কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান

বাইজিদ মন্ডল, উস্থী:- ৫ই সেপ্টেম্বর দিনটি ভারতের প্রাপ্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। তাঁর জন্মদিনটাই দেশ জুড়ে শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। স্কুল, কলেজ, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই বিশেষ দিনটি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে পালিত হয়। অন্যান্য জায়গার পাশাপাশি এদিন ডায়মন্ড হারবার সহ মগরাহাট এর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানেও পালিত হয় শিক্ষক দিবস।

    এদিন হরিহরপুর অঞ্চলের কেঁশিলি এমদাদিয়া হাই স্কুল (উ:মা:) বিদ্যালয়ে গুণীজন ও কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা সহ স্কুলে একাধিক অনুষ্ঠানে মেতে উঠলো ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা। সেখানে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা, মগরাহাট ব্লক১ ভিডিও ফতেমা কাওসার,শিক্ষার কর্মাধ্যক্ষ সেলিম খান,পঞ্চায়েত সমিতির সভাপতি, এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিকা সহ আরো অন্যান্য বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ।

    এদিনের এই শিক্ষক দিবসে বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা বলেন, দু’বছর করোনা পরিস্থিতির মধ্যে কিছুই হয়নি, তাই এ বছর ছাত্রীদের নিয়ে কিছু অনুষ্ঠান করা হয়। আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়েই খুব আনন্দ উপভোগ করলাম। পাশাপাশি বিডিও ফতেমা কাওসার বলেন, শিক্ষক শিক্ষিকরা যে কেবল ছাত্রদের জ্ঞান লাভ করতে সাহায্য করেন, এমনটা নয়। তাঁরা তাঁদের জীবনে এগিয়ে চলতে সাহায্য করেন,পথ দেখান, সাহস জোগান এবং সর্বোপরি একজন ভালো মানুষ হয়ে উঠতে সাহায্য করেন। তাই আজকের এই বিশেষ দিনটি শিক্ষকদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানালো উক্ত বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা।