কেশপুর ব্লক বিবেক চেতনা উৎসব জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপিত হলো মুগবসানে

সেখ মহম্মদ ইমরান, নতুন গতি, কেশপুর: পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তর ও ক্রীড়া দফতরের উদ্যোগে কেশপুর ছাত্র যুব উৎসব কমিটির পরিচালনায় মুগবসান গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় স্বামী বিবেকানন্দের 158 তম জন্মবার্ষিকী উপলক্ষে বিবেক চেতনা উৎসব 2021 জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হল মুগবসান ফুটবল ময়দানে। সকালে প্রভাতফেরী মাধ্যমে এ উৎসবের সূচনা হয় । পতাকা উত্তোলন করেন কেশপুর ব্লক এর যুগ্ম বিডিও সুদর্শন বাউরি। বিবেকানন্দ এর প্রতিকৃতিতে মাল্যদান করেন শিক্ষা কর্মাধ্যক্ষ সামসেদা বেগম সহ অন্যরা। এদিন বসে আঁকো প্রতিযোগিতাজ, কুইজ প্রতিযোগিতা , প্রীতি ফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়।

     

    প্রতিটা প্রতিযোগিতার প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয় । এছাড়াও ফুটবল টিমের উভয় দলকে জার্সি সুদৃশ্য ট্রফি দ্বারা পুরস্কৃত করা হয়। রেফারি লাইন্স ম্যানকেও বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়। পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সামসেদা বেগম বলেন, সমাজে বিবেকানন্দের আদর্শ যদি ছড়ানো যায় তাহলে সমাজ কুসংস্কারমুক্ত হবে। আসিফ ইকবাল মঞ্চ থেকে যুব সমাজকে বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান। বিশিষ্ট সমাজসেবী উত্তমানন্দ ত্রিপাঠি স্বামী বিবেকানন্দের আদর্শ যে আমাদের জীবনে পাথেয় তা সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন।

    প্রীতি ফুটবল খেলার সূচনা করছেন শিক্ষা কর্মাধ্যক্ষ সামসেদা বেগম

    এদিনের উৎসবে উপস্থিত ছিলেন কেশপুর ব্লকের জয়েন্ট বিডিও সুদর্শন বাউড়ি, শিক্ষা কর্মাধ্যক্ষ সামসেদা বেগম, খাদ্য কর্মাধ্যক্ষ আনন্দ গড়াই, ব্লক যুব অধিকারীক পূর্ণেন্দু ঘোষ, কেশপুরের বিশিষ্ট সমাজসেবী উত্তম ত্রিপাঠি , চিত্ত গড়াই, আসিফ ইকবাল, মুগবসান গ্রাম পঞ্চায়েত প্রধান সেখ সাজেন আলী, আমনপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মায়া ঘোষ, বিধায়ক প্রতিনিধি সমাপ্তি রায়, শিক্ষা স্থায়ী সমিতির সদস্য কিঙ্কর মল্লিক, শিক্ষক দীপক রায়, চঞ্চল হাজরা, স্নেহাসিস চৌধুরী, উদয় বাবু, জাহাঙ্গীর চৌধুরী, মইনুল ইসলাম সহ বিশিষ্টরা।

    পতাকা উত্তোলন করছেন যুগ্ম বিডিও সুদর্শন বাউড়ি

    স্বামী বিবেকানন্দের ওপর বিশেষ বক্তব্য রাখেন হারাধন বাবু ও কলাইমুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ জানা। এলাকায় এই উৎসব সাড়া ফেলে দিয়েছে।