|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, কেশপুর:
পশ্চিম মেদিনীপুর জেলা যুবশক্তির নবনিযুক্ত কো- অর্ডিনেটর হলেন কেশপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আসিফ ইকবাল। তিনি কেশপুর, দাসপুর ও ঘাটাল ব্লকের যুব শক্তির নব নিযুক্ত কো-অর্ডিনেটর। এদিন কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে যুবশক্তির নবনিযুক্ত কো-অর্ডিনেটর আসিফ ইকবালকে সংবর্ধনা প্রদান করা হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠি সহ এক ঝাঁক তৃণমূল নেতৃত্ব। তাঁকে যুবশক্তির নবনিযুক্ত কো- অর্ডিনেটর করার জন্য তিনি রাজ্য যুব কংগ্রেস সভাপতি অভিষেক ব্যানার্জীকে ধন্যবাদ জানিয়েছেন।