ঘন কুয়াশা ঢেকে ফেলেছে কেশপুর, দেখা যাচ্ছে না তিন ফুট দূরের জিনিস

নিজস্ব প্রতিবেদক, কেশপুর: বৃহস্পতিবার সকালে সাতটা নাগাদ হঠাৎ ঘন কুয়াশার আস্তরন ঢেকে ফেলে পুরো কেশপুর এলাকা। কুয়াশার ঘনত্ব এতটাই ছিল যে তিন ফুট দূরের জিনিস পর্যন্ত দেখা যাচ্ছিল না। ফলে অসুবিধার মধ্যে পড়ে যায় গাড়ী চালকরা। হেডলাইট জ্বালিয়ে গাড়ী চালালেও ধীর গতিতে থেমে থেমে গাড়ী চালাতে বাধ্য হচ্ছে।

     

    ইতিমধ্যেই গতকাল কেশপুর বাজারের নিকট ঘন কুয়াশার কারণে এক বাইক আরোহীকে এক লরি ধাক্কা মেরে চলে যায়। বাইক আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। লরি চালক ও খালাসি বেপাত্তা। অন্যদিকে পায়ে হেঁটে মানুষের দেখা গেল না খুব একটা। হঠাৎই এত ঘন কুয়াশা ঢেকে ফেলাতে হতবাক জনগণ।