ফাজিলে রাজ্য নবম স্থানাধিকারী রিজিয়াকে শুভেচ্ছা জানালো কেশপুর তৃণমূল ছাত্র পরিষদ

সেখ মহম্মদ ইমরান, কেশপুর : পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের দোগাছিয়া গ্রামের রিজিয়া পারভীন ৫৩২ পেয়ে হাইমাদ্রাসা বোর্ডে ফাজিল পরীক্ষায় ( উচ্চমাধ্যমিক) রাজ্যে নবম ও পশ্চিম মেদিনীপুরে প্রথম স্থান অধিকার করেছে। M.S.D.U দোগাছিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্রী সে। শনিবার কেশপুর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তাকে ফুলের তোড়া, মিষ্টি, কলেজ ব্যাগ, পেন , ডায়েরী দিয়ে শুভেচ্ছা জানান ও ভবিষ্যতের সার্বিক সাফল্য কামনা করেন তাঁরা। সেই সঙ্গে পড়াশুনার আর্থিক সহায়তার ব্যাপারে তার পাশে থাকারও অঙ্গীকার করে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।

    কেশপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ ও কেশপুর কলেজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সেখ আরিফুদ্দিন আহমেদ, সেখ সানাউল্লাহ, মহম্মদ হোসেন, সৌরভ কোলে, সরিফ খান, আপন মল্লিক, সেখ হীরা, সেখ আতিকুল সহ অন্যান্যরা। এমন সম্বর্ধনা পেয়ে খুশি রিজিয়া পারভিন সহ তার আব্বা আম্মুও। রিজিয়া জানিয়েছেন, আমি খুব খুশি। আব্বা আম্মুর স্বপ্ন পূরণ করতে পেরে আমি আনন্দিত। তৃণমূল ছাত্র পরিষদের প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানাই। আবেগ প্লাবিত হয়ে তৃণমূল ছাত্র পরিষদের অন্যতম সদস্য সেখ আরিফুদ্দিন আহমেদ বলেন, এমন এক মেধাবী শিক্ষার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে পেরে আমরা গর্বিত। আমরা ওর পাশে থাকার অঙ্গীকার করছি।