|
---|
নতুন গতি, কেশপুর: ত্রিপুরায় পশ্চিমবঙ্গ তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষকে বেনিয়মভাবে গ্রেফতার ও তৃণমূল কর্মীদের উপর বিজেপির গুন্ডাবাহিনীদের হামলার প্রতিবাদে কেশপুরের রাজপথে ধিক্কার মিছিল করল কেশপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেস। মঙ্গলবার বিকেলে কেশপুর কলেজ মোড় থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকের উপস্থিতিতে ধিক্কার মিছিলে ত্রিপুরার অগণতান্ত্রিক বিজেপি নেতৃত্বাধীন বিপ্লব দেব সরকারের পদত্যাগ দাবি করা হয়।
মিছিল শেষে কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড এ পথসভা হয়। পথসভায় বক্তব্য রাখেন যুব সভাপতি আসিফ ইকবাল, তৃণমূল নেতা সঞ্জয় পান সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। এছাড়াও এদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কুশপুত্তলিকা পুড়ান হয়। তৃণমূল কর্মী সমর্থকদের উচ্ছাস ছিল চোখে পড়ার মত।
কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেস যুব সভাপতি আসিফ ইকবালের নেতৃত্বে এদিনের মিছিলে কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শুভ্রা দে সেনগুপ্ত, তৃণমূল নেতা সঞ্জয় পান , তৃণমূল নেতা সেখ ইমদাদুল ইসলাম সহ বিভিন্ন এলাকা থেকে প্রচুর তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক পা মেলান।