কেশপুরের আনন্দপুর চক্রে বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের জন্য বিশেষ শিবির

সেখ মহম্মদ ইমরান,নতুন গতি,মেদিনীপুর:-পশ্চিম মেদিনীপুর সর্ব শিক্ষা মিশনের উদ্যোগে আনন্দপুর চক্রের অন্তর্গত চড়কা সি আর সি তে বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের জন্য থেরাপিউটিক সহায়তা পরিষেবার বিশেষ শিবির আয়োজিত হয়। এই শিবিরে 33 জন বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়া বিভিন্ন বিদ্যালয় থেকে উপস্থিত হয়। তাদেরকে স্পীচ থেরাপি, কাউন্সেলিং , ও ফিজিওথেরাপি করানো হয়। যে সমস্ত পড়ুয়াদের বিশেষ সমস্যা দেখা গিয়েছে তাদের ট্রাই সাইকেল, শ্রবণ যন্ত্র ও হুইল চেয়ার ইত্যাদি দেওয়া হবে বলে জানান স্পেশাল এডুকেটর চিন্ময় বেরা ।

    এই শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট স্পীচ থেরাপিস্ট আসিশ দে, কাউন্সেলর স্বদেশ পন্ডিত, ফিজিওথেরাপিস্ট শীর্ষেন্দু মান্না, স্পেশাল এডুকেটর চিন্ময় বেরা, শিক্ষাবন্ধু ইউসুফ খান, সমাজসেবী আসিস দে সহ বিশিষ্টরা। এই রকম এক উদ্যোগ এলাকা বাসীর প্রসংশা কুড়িয়েছে।