মানব পাচার রোধে দিল্লিতে জাতীয় স্তরের আলোচনা মঞ্চে পুরস্কৃত হলো কেশপুরের গোলাড় সুশীলা বিদ্যাপীঠ

নিজস্ব সংবাদদাতা :বৃহস্পতিবার ও শুক্রবার এই দুদিন ধরে নতুন দিল্লীর আশোকা হোটেলে ভারতের জাতীয় শিশু সুরক্ষা কমিশনের উদ্যোগে মানব পাচার রোধ বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্য রাখেন নোবেল পুরস্কার বিজয়ী সমাজকর্মী কৈলাশ সত্যার্থী। বাল্যবিবাহ রোগে বিশেষ কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ,আমন্ত্রিত হয়ে এই আলোচনা সভায় যোগ দিয়েছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের গোলাড় সুশীলা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সুরেশ কুমার পড়িয়া। এখানে বাল্য বিবাহ রোধে বিশেষ ভূমিকা নেওয়ার জন্য পুরস্কৃত হয় গোলাড় সুশীলা বিদ্যাপীঠ। উল্লেখ্য বাল্য বিবাহ রোধে বিশেষ ভূমিকা নেওয়ার জন্য ইতিমধ্যেই এই বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের ছাত্রীরা জেলা প্রশাসন ও রাজ্য সরকারের তরফে পুরস্কৃত হয়েছে। এছাড়াও পশ্চিম মেদিনীপুর জেলা থেকে এই আলোচনা সভায় যোগ দেন ঘাটালের মহারাজপুর হাইস্কুলের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র দত্ত। পশ্চিমবঙ্গ থেকে এই আলোচনা সভার প্যানেল ডিসকাশনে অংশ নেন পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশনের সদস্যা সুদেষ্ণা রায় ও সি আই ডি-র ডেপুটি সুপারিনটেনডেন্ট রশিদ আনোয়ার।আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের সদস্য সম্পাদক রূপালী ব্যানার্জী সিং এবং “কী নোট এড্রেস” রাখেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন পিয়াঙ্ক কানুনগো। আলোচনা সভায় সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা ভার্মা, রেলওয়ে প্রোটেকশন ফোর্সের ডাইরেক্টর জেনারেল সঞ্জয় চান্দের।এই আলোচনা সভায় বিভিন্ন রাজ্যের পুলিশ বিভাগের কর্মকর্তা, শিশু সুরক্ষা কমিশনের কর্মকর্তারা,বিএসএফ ,আর পি এফ, এস এস বি-র কর্মকর্তারা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের নির্বাচিত প্রতিনিধির উপস্থিত ছিলেন।

    দুদিনের আলোচনা সভায় মনুষ্য পাচার রোধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।এ প্রসঙ্গে বাল্যবিবাহ রোধের উপরেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই ধরনের জাতীয় আলোচনা সভায় উপস্থিত হতে পেরে এবং বিদ্যালয় পুরস্কৃত হওয়ায় খুশি গোলাড় সুশীলা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সুরেশ পড়িয়া। তিন জানান, তিনি এই আলোচনায় সভায় উপস্থিত হয়ে নানা বিষয়ে সমৃদ্ধ হয়েছে ন। বিদ্যালয়ের জাতীয় স্তরের পুরস্কার প্রাপ্তিতে খুশি বিদ্যালয় কন্যাশ্রী ক্লাবের সম্পাদক অর্পিতা রায়, সদস্যা বীথি চৌধুরী ,কুলসুমা খাতুন,মৌপ্রিয়া শী সহ অন্যান্যরা। খুশি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা,শিক্ষাকর্মী, ছাত্র-ছাত্রী,পরিচালন সমিতি সহ গোটা এলাকাবাসী। উল্লেখ্য আলোচনা সভায় আড়াইশো জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। মানব পাচার রোধ,বাল্য বিবাহ রোধে বিশেষ কৃতিত্বের জন্য ৩০ জনকে পুরস্কৃত করা হয়।