|
---|
কেতুগ্রাম ১নং ব্লকের ও অঞ্চলের বুথ ভিত্তিক
কর্মী সম্মেলন
রাহুল রায়,নতুন গতি,পূর্ব বর্ধমানঃ কেতুগ্রাম ১নং ব্লকের ও অঞ্চলের বুথ ভিত্তিক
কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল কান্দরা ১নং ব্লক কৃষাণমান্ডিতে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডল। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি
অভিজিৎ সিনহা,বোলপুর লোকসভার কেন্দ্রর সংসদ অসিত কুমার মাল,কেতুগ্ৰাম বিধানসভার বিধায়ক
সেখ শাহনেওয়াজ,জেলা পরিষদ সদস্য তরুণ কুমার মুখার্জী। একেবারে অন্য কৌশলে ২০২১ শের বিধানসভা নির্বাচন হবে বলে স্পষ্ট জানিয়ে দিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডল।