কেতু গ্রামের বিধায়ক শেখ শাহনেওয়াজের তৎপরতায় শুনিয়ায় নতুন রাস্তা।

লুতুব আলি, বর্ধমান, ২৯ মার্চ : পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম বিধানসভায় প্রত্যন্ত গ্রাম শুনিয়া।কাটোয়া ১ নং ব্লকের কোসিগ্রাম পঞ্চায়েতের শুনিয়া গ্রামটি এক প্রকার অবহেলিত অবস্থায় ছিল।এখানকার বিধায়ক শেখ শাহ নেওয়াজ বিধায়ক হিসাবে শপথ নেওয়ার অব্যহিত পর শুনিয়া গ্রামের রাস্তার বেহাল অবস্থা দেখে বিস্ময় প্রকাশ করেন। গ্রামের রাস্তা বলতে কিছু ছিল না। গ্রামের আল পথ ধরেই গ্রামবাসীরা যাতায়াত করতেন। বিধায়কের তৎপরতায় স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসন কে এই রাস্তা নির্মাণ করার জন্য তিনি ব্যবস্থা নিতে বলেন। ২৮ মার্চ পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সদর উত্তরের ১৭২ টি ২৩০.৫০ কিমি, বর্ধমান সদর দক্ষিণে ১৪৮টি রাস্তা ২৭৪.৬৬ কিমি, কালনার ১১৬ টি রাস্তা ২১৫.৭৫ কিমি রাস্তা এবং কাটোয়ার ৫৪৮টি রাস্তা ৮৬৯.১০ কিমি রাস্তা পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের অনুষ্ঠানে উদ্বোধন হয়। কাটোয়ার অত্যন্ত শুনিয়া গ্রামের ৮০টা পরিবার নতুন রাস্তা পেয়ে বিধায়ক শেখ শাহ নেওয়াজ সহ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে দুহাত তুলে আশীর্বাদ করেন গ্রামবাসীরা। কাটোয়ার ভূমিপুত্র বিশিষ্ট শিক্ষক পূর্ব বর্ধমান জেলা তৃণমূল শিক্ষাসেলের সাধারণ সম্পাদক শেখ ইসরাইল বলেন, শুধু রাস্তা নয়, বাচ্চা থেকে বয়স্ক জন্ম থেকে মৃত্যু অবধি নানান প্রকল্পের মধ্য দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের কথা ভেবেছেন তা অভাবনীয়। বিধায়ক সাহেবের সঙ্গে রাস্তা যাতে দ্রুত তৈরি হয় সে ব্যাপারে উদ্যোগী হন অমল কুমার মন্ডল, শেখ ইসরাইল, রামচরণ রায়, বজু শেখ, জুলমত শেখ, রাধেশ্যাম দাস প্রমূখ। সোনিয়া গ্রামের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোসিগ্রাম পঞ্চায়েত প্রধান মাফুজা বিবি খাতুন, স্থানীয় এনএস সাহেব, বিশিষ্ট সমাজসেবী অমল কুমার মন্ডল সহ গণসংগঠনের বিভিন্ন পদাধিকারী বৃন্দ, প্রশাসনিক বৃন্দ ও বিশিষ্ট জনেরা।