|
---|
জাকির হোসেন, নতুন গতি সরবেড়িয়া : উত্তর ২৪ পরগনা জেলার সীমান্ত শহর টাকির রূপসী বাংলা লজ এ প্রগ্রেসিভ ইউথ ফাউন্ডেশন এর বনভোজনের শিক্ষামূলক সেমিনার অনুষ্ঠিত হলো। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর সাইয়েদুর রহমান তিনি বক্তব্য রাখতে গিয়ে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার নিয়ে তিনি ক্ষোভ উপড়ে দিয়ে বললে পশ্চিম বাংলার মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা খুবই শোচনীয় অবস্থা সেই সঙ্গে মুসলমানদের ও শিক্ষার খুব শোচনীয় অবস্থা এদিনের অনুষ্ঠানে তিনি মুসলমানদের শিক্ষার অগ্রগতি ও কর্মসংস্থান কিভাবে করা যায় সে বিষয়ে জ্ঞানগর্ভ বক্তব্য রাখলেন। তিনি আরও বলেন ভারতবর্ষে মুসলমানদের জেলখানায় ও বিচারাধীন অবস্থায় দিনের পর দিন ফেলে রেখেছে নানান অজুহাতে। তিনি আরো বলেন বাংলার সরকারি মাদ্রাসাগুলোতে শিক্ষকের অভাবে অচল অবস্থা রুখতে প্রথম সারির মুসলিম নেতাদের সোচ্চার হওয়ার আহ্বান করেন। প্রোগ্রেসিভ ইউথ ফাউন্ডেশনে রাজ্য সভাপতি সিয়ামত আলী বলেন বনভোজন উপলক্ষে শিক্ষামূলক সেমিনারের মূল উদ্দেশ্য বর্তমানে কেউ যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে পরিকল্প গ্রহণ করা পাশাপাশি সমাজের ঐক্য এবং সম্প্রীতি বন্ধন গড়ে তোলা যেটি বর্তমান সময়ে খুব গুরুত্বপূর্ণ। কারণ একশ্রেণীর মানুষ ভারতবর্ষের হিন্দু মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করার জন্য উঠেপড়ে লেগেছে। পি ওয়াই এফের রাজ্য সম্পাদক শিক্ষক জাকির হোসেন বলেন আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হল লাঞ্চিত বঞ্চিত অপমানিত অপদস্ত মানুষদের পাশে দাঁড়ানো এবং শিক্ষা জাতি মেরুদন্ড অতএব অসহায় মেধাবী ছাত্ররা যাতে টাকা পয়সার অভাবে যেন লেখাপড়া থেকে বঞ্চিত না হয় সেদিকে সর্বদা খেয়াল রাখতে হবে। এছাড়া উপস্থিত ছিলেন সীরাত সম্পাদক আবু সিদ্দিক খান কলম পত্রিকার সাংবাদিক আব্দুল ওদুদ, জনাব মাসুদুর রহমান, আলহেরা মিশনের সম্পাদক মোস্তাকিম শিক্ষক হাফিজুর রহমান, শিক্ষক জাহাঙ্গীর গবেষক শফিউল্লাহ মমিন শিক্ষক মারুফ জনাব গিয়াস উদ্দিন শিক্ষক জিয়াউল জনাব আনসার প্রাক্তন ছাত্রনেতা কবিরুল ইসলাম শামীম নামাজ মাহমুদুল হাসান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।