খাদান ছবির প্রিমিয়ার শোতে বর্ধমানে হাজির দেব, যীশু , বরখা

লুতুব আলি, বর্ধমান : খাদান ছবির প্রিমিয়ার শোতে বর্ধমানে হাজির দেব, যীশু , বরখা । দর্শকদের বহু প্রতিক্ষিত এক ভিন্নধর্মী ষোল আনা বাঙালিয়ানার চলমান জীবনের জীবন্ত ছবি খাদান মুক্তি পেতে চলেছে আগামী ২০ ডিসেম্বর। এই উপলক্ষে খাদান ছবির প্রিমিয়ার স্রোতে বর্ধমানের হাজির হলেন দেব, যীশু সেনগুপ্ত, বোরখা বিশত সহ এই সিনেমার পুরো টিম। কোলিয়ারির খাদান এর শ্রমিকদের জীবন জীবিকার ওপর এই ছবির শুটিং হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে আসানসোলের কোলিয়ারির ৪০০ ফুট নিচে গিয়ে শুটিং করেছেন দেব সহ অন্যান্যরা। খাদান ছবিতে অন্য কোন ছবির প্রভাব একেবারেই নেই। কোলিয়ারির খাদানে যে সমস্ত শ্রমিকেরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন এবং জীবনকে বাজি রেখে জীবনযাত্রা চালান এসবেরই খুঁটিনাটি নিয়ে সিনেমাটি তৈরি হয়েছে। ৬ ডিসেম্বর বর্ধমানের খাদান ছবির প্রিমিয়ার শর্তে এসে যিশু সেনগুপ্ত জানান, এই ছবি র মুক্তির জন্য লক্ষ লক্ষ কৌতূহলী দর্শকরা তাকিয়ে আছেন। এই ছবিটি সম্পূর্ণ এক ভিন্ন আঙ্গিকে তৈরি হয়েছে। দেব জানান, খাদান ছবি সমগ্র একটি পৃথিবীকে দেখানো হয়েছে। খাদানের শ্রমিকদের দুঃসহ জীবনের বিভিন্ন দিক গুলি ফুটিয়ে তোলা হয়েছে। এই খাদান ছবিতে দেবদ্বৈত ভাবে অভিনয় করেছেন বাবা ও পুত্রের ভূমিকায়। দেবের বিপরীতে আছেন অভিনেত্রী ইধিকা পাল। দেব শ্যাম মাহাতোর চরিত্রে অভিনয় করেছেন। যিশু সেনগুপ্ত মোহনদাসের চরিত্রে অভিনয় করেছেন। বলিউডের অভিনেত্রী বরখা বিশত একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ঘটনাচক্রে বরখা অভিনেতা ইন্দ্রনীল সেনের প্রাক্তন স্ত্রী। বোরখা মূলত হিন্দি ছবি ও সিরিয়ালের অভিনেত্রী হলেও বাংলায় বেশকিছু সিনেমা ও ওয়েব সিরিজে অভিনয় করে সুনাম অর্জন করেছেন। ২০২১ সালে দেব ও জিতের সঙ্গে দুই পৃথিবী ছবিতে বরখা অভিনয় করে সুনাম ও অর্জন করেন। এরপর আমি সুভাষ বলছি, ভিলেন এবং ব্ল্যাকমেল ছবিতেও দর্শক তার সাবলীল অভিনয় দেখেছেন। খাদান ছবিতে অন্যান্য যারা অভিনয় করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য অনির্বাণ চক্রবর্তী, স্নেহা বোস প্রমুখ।