খাদ‍্য আন্দোলনের শহীদ দিবস উপলক্ষ্যে সমাবেশ।

নূর আহমেদ, মেমারি ৩১ আগস্ট। সরা ভারত ক‍ৃষক সভা মেমারি ১ পশ্চিম ব্লক কমিটির উদ‍্যোগে শনিবার বিকেল ৫ টা নাগাদ মেমারির কেন্না সাইরের পার এলাকায় একটি সমাবেশ হয়। সভায় সভা পতিত্ব করেন, ভবানী ব‍্যানার্জী, বক্তব্য রাখেন, কৃষক নেতা জয়দেব ঘোষ, আনন্দ ফুলিয়া, কৃষক সভার জেলা সম্পাদক সমর ঘোষ। বক্তরা বলেন,৩১ আগস্ট খাদ‍্য আনন্দোলেনের শহীদ দিবস উপলক্ষে কেন্দ্রীয় ও রাজ‍্য সরকারের জন বিরোধী নীতি গুলো তুলে ধরেন। জিনিস পত্রের মূল‍্য বৃদ্ধির বিরুদ্ধে বক্তরা দুই সরকার কে তুলো ধুনা করেন। রাষ্ট্রয়াত্ব সংস্হা গুলি কে বেসরকারি করনের বিরুদ্ধে এবং রাজ‍্য জুড়ে তৃণমূলের সন্ত্রাস ও আর জি কর কান্ডের প্রতিবাদে সচ্চার হওয়ার জন‍্য মানুষ কে আহ্বান জানান।