খাদ্যসামগ্রী বিতরণ করল এশিয়ান আইডিয়াল মডেল স্কুল

সামিম হোসেন,সাগরদিঘি,মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের মির্জাপুর এলাকার কয়েকটি গ্রামের প্রায় ৬০ টি দুঃস্থ ও অসহায় পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় বৃহস্পতিবার। বিতরণ করা হয় আলু, ডাল, সরিষার তেল, মুড়ি, সয়াবিন, চিনি, লাচ্ছা ইত্যাদি খাদ্যসামগ্রী। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, “করোনা ভাইরাসের এই বিপর্যয়ের সময়ে বিদ্যালয় সংলগ্ন এলাকার অসহায় পরিবারের পাশে দাঁড়াতে এই প্রয়াস নিয়েছেএশিয়ান আইডিয়াল মডেল স্কুল।” এশিয়ান মিশন ফাউন্ডেশনের সহযোগিতায় এই উদ্যোগ সম্পন্ন হয় বলে জানান প্রতিষ্ঠানের কর্ণধার শরীফ হাসান চৌধুরী । এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন স্কুলের কর্ণধার শরীফ হাসান চৌধুরী, আমিরুল ইসলাম, প্রতিষ্ঠানের সহশিক্ষক মোঃ কামিরুজ্জামান, মোহম্মদ আব্বাস উদ্দিন, হাসিবুল সেখ, শিক্ষাকর্মী সুকমল সরকার প্রমুখ। এদিন সহশিক্ষিকা তনুজা বিবি, নার্গিস খাতুন, টগরী খাতুন সহ বেসরকারি প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণ। সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী তুলে দেন তারা। বিদ্যালয় কর্তৃপক্ষের এহেন মানবিক উদ্যোগে খুশি এলাকাবাসী।