|
---|
সংবাদদাতা : হাওড়া জেলা বাগনান থানার অন্তর্গত পশ্চিম বাইনান গ্রামে খাদিজাতুল কুবরা গার্লস মিশনে অনুষ্ঠিত হয় এক বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান ও গুণীজন ব্যক্তিদেরকে সংবর্ধনা। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি গোলাম হাবিব, বিশিষ্ট সমাজসেবী ফুরফুরা ইউনিক ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টি ও এই সংগঠনের সভাপতি জনাব সৈয়দ মোর্তজা আলী, মিশনের অধ্যক্ষ মেহবুব আলী মোল্লা সমাজসেবী, ও রোটারি মহানগরের অফিসিয়ালি মোজাফফর রহমান লস্কর সহ মিশনের শিক্ষক-শিক্ষিকা।মুফতি গোলাম হাবিব তিনি বক্তব্যরত অবস্থায় বলেন প্রতিটা ব্লকে ব্লকে এইরকম একটা মিশন হওয়া দরকার কারণ শিক্ষা হলো জাতির মেরুদন্ড তাই সর্বপ্রথম শিক্ষাকে গুরুত্ব দেওয়া খুব দরকার খাদিজাতুল কোবরা গার্লস মিশন যেভাবে ছাত্রীদের সাজিয়ে গুছিয়ে গড়ে তুলছেন সত্যিই আমাদের গর্ব এবং আরো বলেন মিশনের পাশে সব সময় থাকার অঙ্গীকার করেন। পরিশেষে ক্রীড়া প্রতিযোগিতায় কৃতি ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন এবং ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান এর পরিসমাপ্তি ঘটান।