খলিলুর রহমানকে সংবর্ধনা প্রদান জেলা তৃণমূল কংগ্রেস কমিটির

রহমতুল্লাহ, জঙ্গীপুর : দ্বিতীয়বারের জন্য জঙ্গিপুরের সাংসদ নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে ঘটা করে সংবর্ধনা প্রদান করলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটি শনিবার বিকেলে জঙ্গীপুর রবীন্দ্র ভবনে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে সাংসদ খলিলুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়।

    এদিনের সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন,রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মইনুল হক, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা,লালগোলা বিধানসভার বিধায়ক মহাম্মদ আল, বিশিষ্ট শিক্ষাবিদ তথা প্রাক্তন বিধায়ক মোঃ সোহরাব আলী ,জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব।

    এদিনের সংবর্ধনা সভায় জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান জানান আজকে যেভাবে আমাকে সংবর্ধনা জানানো হলো, সেই সংবর্ধনা আমার জঙ্গিপুর লোকসভাবাসীকে অর্পণ করলাম, এটা ওনাদের পাওনা কারণ ওরা এভাবে আমার পাশে না দাঁড়ালে আমি নির্বাচিত হতে পারতাম না, তাই সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল। এদিন জঙ্গীপুর রবীন্দ্র ভবনে হাজার হাজার কর্মীদের মাঝে জঙ্গিপুরের সংসদ খলিলুর রহমান কে সংবর্ধনা জানান। সমগ্র অনুষ্ঠানটি সূচালো রূপের সঞ্চালনা করেন বিকাশ নন্দ।