খানাকুলে বন্যা দুর্গতদের ত্রাণ বিতরণ

মহ আজহার উদ্দিন :  হুগলি জেলার খানাকুলের বন্যা বিধ্বস্ত এলাকায় রবিবার ফুরফুরা দরবার শরীফের মোজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশন এর চেয়ারম্যান পীরজাদা ত্বহা সিদ্দিকী এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে দুর্গত মানুষের হাতে ত্রাণ তুলে দেন। আরামবাগের,হরিণখোলা, খানাকুলের রামচন্দ্রপুর, হিরাপুর, মাড়োখানা, সাবলসিংপুর,কুশালী, মাইনান সহ বিস্তীর্ণ এলাকা কয়েক হাজার মানুষের হাতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম সদস্য মুন্সি বেলাল, পীরজাদা মাওলানা আব্দুল হালিম,মাওলানা ইসাহাক, শেখ সাবীর, কুতুব উদ্দিন এছাড়াও মাইনান গ্রামের মোজহার খানের নেতৃত্বে দেড়শ জনের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।